আচারি গরুর মাংস ভুনা/আচারি গোশত /আচারি বিফ ভুনা রেসিপি

Achari beef vuna

গরুর মাংসের ভুনা  আমরা বিভিন্ন উপায়ে  রান্না করে থাকি । সব মাংস রান্না প্রায় একই রকম। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করছি যা গতানুগতিক মাংস রান্নার চেয়ে কিছুটা ভিন্ন । আচারি মাংস নামটা শুনলেই মনে হয় আচার দিয়ে তৈরি মাংস আসলে কিন্তু তা নয় । আচারের মশলা দিয়ে রান্না করা হয় বলেই এর নাম আচারি মাংস বা আচারি গোশত। এই আচারি গোশত গরু,খাসি,মুরগি,যেকোন মাংস দিয়েই রান্না করা যায় । আর এই আচারি মাংসের স্বাদ এবং গন্ধ সম্পুর্ন আলাদা।

উপকরনঃ

১। গরুর মাংস দের কেজি

২।আদা বাটা দের টেবিল চামচ

৩। রসুন বাটা ১ টেবিল চামচ

৪। পেঁয়াজ ১ কাপ

৫। জিরা গুরা ১ চামচ

৬। হলুদ গুরা ১ চামচ

৭। গোলমরিচ গুরা ১২ চামচ

৮। মরিচ গুরা ১ টেবিল চামচ

৯।সরিষা বাটা ১ টেবিল চামচ

১০। সরিষার তেল ১২ কাপ

১১। ধনিয়ার গুরা ১ টেবিল চামচ

১২। গরম মশলা ,দারচিনি ছোট ৪ টুকরো, এলাচ ৫টি, তেজপাতা ২ টি,লং৮টি, গোলমরিচ ১০ টি

বাগারের উপকরনঃ

পাঁচফোড়ন ২ টেবিল চামচ

রসুন ৫ কোয়া

পেঁয়াজ বড় সাইজ করে কাটা ৩চামচ

শুকনা মরিচ ২ টি 

Achari beef vuna

প্রস্তূতপ্রনালিঃ

প্রথমে মাংসটাকে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে পেয়াজ কুচি,রসুন,আদা,জিরাগুরা,ধনিয়ারগুরা,হলুদ গুরা,মরিচ গুরা,উপরে উল্লেখিত সব উপকরন দিয়ে ভাল ভাবে মাখাতে হবে যাতে সব মাংসের গায়ে মশলাটা খুব ভালভাবে লাগে।এভাবে মেখে মাংসটাকে মেরিনেট করে রাখতে ৩০ মিনিট। তারপর চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে ১/৪ কাপ পরিমান সয়াবিন তেল এবং ১/৪ কাপ পরিমান সরিষার তেল দিতে হবে। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে মেখেরাখা মাংসটা দিয়ে ভালভাবে কষিয়ে নিতে হবে।ততক্ষন পর্যন্ত কষাতে হবে যতক্ষন না মাংসের পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠে। এই কষানোর মধ্যেই মাংসটা ৮০% সিদ্দ হয়ে যাবে। মাংস ভালভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমান গরম পানি দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে যখন ঘন ঝোলে পরিনত হবে তখন এর মধ্যে বাগার দিতে হবে।

বাগারের জন্য চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে ১/৪ কাপ পরিমান সরিষার তেল দিয়ে এরমধ্যে বড় সাইজ করে কাটা পেয়াজ,রসুন দিয়ে ১মিনিট ভেজে যখন পেয়াজ এবং রসুনের কালার একটু চেঞ্জ হবে তখন এরমধ্যে ২টি শুকনামরিচ এবং ২টেবিল চামচ পাচফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া উপকরণ গুলো মাংসের মধ্যে দিয়ে ভালভাবে মিশিয়ে দিয়ে ঢেকে ২মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আচারি গরুর মাংস ভুনা।

উপসংহারঃ

সুস্বাদু এই আচারি গরুর মাংস ভুনা গরম গরম পরিবেশন করা যাবে ভাত,রুটি,নানরুটি, পোলাও, ফ্রাইডরাইসের সাথে। স্বাদে গন্ধে অতুলনীয় এই আচারি মাংস আপনাদের সবার খুবই ভাল লাগবে। গরুর মাংসের আরও রেসিপি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংস রেসিপি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা রেসিপি